সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: মেট্রো স্টেশনের যুগলের চুমু নিয়ে চারদিকে হইহই কাণ্ড আর ‘রে রে’ রব। গত ১৬ ডিসেম্বর থেকে সমাজমাধ্যমে ভাইরাল কালীঘাট স্টেশনে এক যুগলের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনরত ভিডিও। কেউ কেউ এই বিষয়টি নিয়ে যেখানে নীতি পুলিশি করতে ব্যস্ত, সিঁটকিয়েছেন নাক, সেখানে অনেকেই সমর্থন জানিয়েছেন। সম্প্রতি, এই চুমুর কিস্সা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলে ফের তুমুল বিতর্কে মমতা শঙ্কর। ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, "এর মতো খারাপ জিনিস হয় না। আমি এর বিরুদ্ধে। কারণ, এরপরে সমস্ত কিছু করার সাহস হয়ে যাবে। স্থান-কাল-পাত্র বলে কোনও ব্যপার থাকবে না! এটা কী, আমরা কী! জন্তুরাও তো আমাদের থেকে অনেক ভাল! এই জন্যই তো এসব হচ্ছে আজকাল, এত রেপ হচ্ছে, আজকাল এতকিছু হচ্ছে। বাচ্চাদের হাতে ফোন যাচ্ছে, ওরা ছোট থেকেই এইসব দেখছে। ওদের মূল্যবোধ কোথায় যাবে!" এর আগেও শাড়ির আঁচল সরিয়ে পরা নিয়ে নিজের মতামত তুলে ধরেছিলেন তিনি। মেয়েদের মদ্যপান করাকেও কটাক্ষ করেছিলেন। ‘রাস্তার মেয়ে’, ‘ল্যাম্পপোস্টের নীচে দাঁড়ানো মেয়ে’-র মতো কিছু শব্দবন্ধ ব্যবহার করেছিলেন মমতা শঙ্কর, যা নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়।
এরপরেই এবার সমাজমাধ্যমে মুখ খুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। মেট্রো স্টেশনে চুমুর ঘটনাকে নিজের সমর্থন জানানোর পাশাপাশি রীতিমতো তুলোধনা করলেন মমতা শঙ্করকেও! ফেসবুকে একটি লম্বা পোস্টে ঋদ্ধি লিখেছেন, “৭৮তম স্বাধীনতা দিবস পার করা এক দেশের মেট্রো স্টেশনে দুজন স্বাধীন নাগরিককে চুমু খেতে দেখে শ্রদ্ধেয় মমতা শঙ্করের মূল্যবোধে আঘাত লেগেছে l আজকাল এই মূল্যবোধের ব্যাপারটা খুব মজার,যে যার ব্যক্তিগত মূল্যবোধের ধারণাকে একটা জাতির ওপর চাপিয়ে দিচ্ছে ইচ্ছেমতো ...”
আরও লেখেন, " বাম জমানায় চলচ্চিত্র উৎসবে প্রখ্যাত পরিচালক শকুরাভের ‘টরাস’ ছবিতে লেনিনের জীবনের অন্তিম পর্বের চিত্রগ্রহণে তাকে অর্ধ নগ্ন, স্মৃতিভ্রংশ এবং মানবিক ভাবে স্পর্শগ্রাহ্য দেখানোর ফলাফল ছিল এক অংশের বামপন্থীদের মূল্যবোধে আঘাত লাগার কারণ, তারা চেয়েছিলেন ছবিটাকে চলচ্চিত্র উৎসব থেকে বহিষ্কার করতে, কারণ ? মার্ক্স্,লেনিন বা হো চি মিনের বামপন্থার মূল্যবোধ আর হো চি মিন সরণির বামপন্থার মূল্যবোধ আলাদা l
এরপরেই বাছাই করা সব শব্দে মমতা শঙ্করের উদ্দেশ্যে কটাক্ষ হেনেছেন নগরকীর্তন ছবির অভিনেতা। লিখলেন, “মমতা শঙ্কর তার ব্যক্তিগত মূল্যবোধের ধারণা চাপিয়ে দিলেন গোটা বাঙালি জাতির ওপর, উনি হয়তো ভেবেছেন যে যার ঘাড়ে বাঙালি মূল্যবোধের ঝোলা ঝুলিয়ে ক্ষান্ত হয়ে সারা বছর তাকে বাঙালিয়ানা উপহার দেওয়ার সান্তা ক্লজ বানিয়ে রেখেছে সেই রবি ঠাকুরও হয়তো প্রকাশ্যে চুমু খাওয়াকে অপসংস্কৃতি মনে করতেন,মমতা শঙ্করের কাছে হয়তো ‘প্রাণ চায় চক্ষু না চায়’ গানটার অর্থ সেটাই, গানটা রবি বাবু যে অর্থে লিখেছেন উনি হয়তো উল্টো অর্থ বুঝেছেন, তাই বলে গান হোক বা সামগ্রিক বাঙালি সংস্কৃতি,ব্যক্তিগত উপলব্ধিকে সার্বিক অর্থ হিসেবে স্থাপন করা যায় কি? যেখানে প্রকাশ্যে চুমু খাওয়ার অধিকার দেওয়া বা কেড়ে নেওয়ার এক্তিয়ার আদালতেরই নেই সেখানে আর সংস্কৃতি কি করবে? তাও আবার চুমুর কোনো সংস্কৃতি হয় নাকি?
কাউকে কোনোরকম কোনো আঘাত না করে বা কারুর পাকা ধানে মই না দিয়ে যে যুবক যুবতী স্রেফ একে অপরের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছিলেন তাদের সেই মুহূর্তেকে ভিডিও করে ছেড়ে দিলেন যে ব্যক্তি,তার আচরণ শ্রদ্ধেয় মমতা শঙ্করের মূল্যবোধে আঘাত করলো না l ওনার মতে শিশুদের মন বিষিয়ে যাবে প্রকাশ্যে ভালোবাসা দেখলে আর শিশু মন মূল্যবোধ শিখবে ভালোবাসাকে গোপনে প্রকাশ করে হিংসাকে বুকে বাজিয়ে ভরা আলোয় প্রকাশ করা যায় দেখে l যাই হোক,ওনার মন্তব্যের মাধম্যে উনি দুটো সঠিক জিনিস প্রমাণ করলেন -
১)ওনার মতে প্রকাশ্যে চুমু খাওয়ার জন্যে সমাজে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে,এই বক্তব্য প্রকাশ্যে বলে নিজের মানসিকতার পরিচয় দিয়ে উনি বুঝিয়ে দিলেন যে নিরাপত্তা দখলের লড়াইয়ে ‘reclaim the night’এর সাথে সাথে প্রয়োজন ‘reclaim the mind’এর, প্রয়োজন এই পচা ভাবনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো l
২) উনি বলেছে জন্তুরা আমাদের থেকে অনেক ভালো l এটা একদম সঠিক, মানুষ প্রকাশ্যে খুন করে আর জন্তুরা প্রকাশ্যে একে অপরকে আদর করে l খুব ভালো হয়ে যদি ওনার টিভিতে কেউ ডিসকভারী বা এনিম্যাল প্ল্যানেট চ্যানেলটা ইনস্টল করে দিতে পারে, না হলে ভালোবেসে কেউ জিম করবেট ঘুরতে যাওয়ার একটা টিকিটও পাঠাতে পারেন l আশা করি আপনি আরও মমতাশীল হবেন l”
নানান খবর

নানান খবর

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!